বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশ পোলিওমুক্ত আছে বেশ কয়েক বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলেছেন, অঞ্চলটিকে আগামী ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত ঘোষণা করা হতে পারে। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালায় এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা জয়ন্ত লিয়ানাগে সাংবাদিকদের...

